ফের বিয়ের সানাই বাজতে চলেছে আম্বানি পরিবারে সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পাত্রী রাধিকা মার্চেন্ট, অনন্তের সঙ্গে বাগদান হয় আগেই আম্বানি পরিবারের অংশ হয়ে উঠেছেন রাধিকা ইতিমধ্যেই আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে, বাড়িতে নিত্য আনাগোনা রাধিকার আগামী ৩ মার্চ রাধিকা-অনন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তার আগে ফেব্রুয়ারি থেকে শুরু প্রাক-বিবাহ আনন্দ-অনুষ্ঠান অনন্ত-রাধিকার বিয়েতে আমন্ত্রিত গোটা বলিউড অরিজিৎ সিংহের সুরের জাদু বাড়তি মাত্রা যোগ করবে অরিজিতের সঙ্গে গান গাইবেন সুরকার প্রীতম এবং অন্যরাও বিশেষ পারফরম্যান্স রয়েছে আলিয়া ভট্ট-রণবীর কপূরেরও