৩৫ বছরের পুরনো মায়ের শাড়িতেই অপরূপা সোনম কপূর। তিনি পরেছিলেন একটি 'ঘরচোলা' শাড়ি।



ঠিক কী বিশেষত্ব এই 'ঘরচোলা' শাড়ির? বিশেষ কোন উদ্দেশে বানানো হয় এটি... জেনে নেওয়া যাক।



'ঘরচোলা' মূলত এক ধরনের গুজরাতি শাড়ি, যা তৈরি করা হয় নববধূর স্বামীর বাড়িতে গৃহপ্রবেশের জন্য



বাঁধনি ও জরির কাজের এই শাড়ির নামে 'ঘর' কথার অর্থ বাড়ি ও চোলা অর্থাৎ পোশাক।



যেহেতু এই শাড়ি বিশেষভাবে নববধূর জন্যই বানানো হয়, তাই এসে সাধারণত ব্যবহার হয় লাল, মেরুন, সবুজ ও হলুদ রঙ



'ঘরচোলা' শাড়ির গোটাটা জুড়েই থাকে ভরাট বাঁধনি কাজ, একই রঙের ব্লাউজও তৈরি করা হয়



যেহেতু নববধূর কথা মাথায় রেখে তৈরি, তাই সাধারণত নীল বা সাদ রঙ সাবেকি 'ঘরচোলা' শাড়ি তৈরিতে ব্যবহার হয় না



ষোড়শ শতাব্দী থেকেই গুজরাতি বিয়েতে ব্যবহার হয় এই 'ঘরচোলা', জমাটি কাজের এই শাড়ি বেশ জনপ্রিয়ও।



বর্তমানে কেবল গুজরাত নয়, বিভিন্ন জায়গায়, এমনকি অনলাইনেও যে কেউ কিনতে পারে এই বিশেষ ধরণের শাড়ি



মায়ের ব্যবহৃত ৩৫ বছরের পুরনো শাড়িতেই নজর কেড়েছেন ফ্যাশানিস্তা সোনম