বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফাটল-আতঙ্ক। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরে যাওয়ার অনুরোধ করছে বউবাজার থানার পুলিশ।

সকালে ফের এলাকায় যান ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর প্রশ্ন, এখনই এই অবস্থা হলে মেট্রো চালু হলে কী হবে?

হাই পাওয়ার্ড কমিটি গড়ে মেট্রোর কাজের ওপর নজরদারি চালাতে মেয়রকে অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ফাটল-আতঙ্ক। কী কারণে ফাটল উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, টানেল বোরিং মেশিন তোলার পর সুড়ঙ্গের একাংশ কংক্রিট করার কাজ চলছিল।

তার জন্য খোঁড়াখুঁড়ির কাজ চলাকালীন বৃষ্টি হওয়ায় মাটি দুর্বল হয়ে দুর্গা পিতুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরে মনে করা হচ্ছে।

উবাজারের দুর্গা পিতুরি লেনে পরপর সোনার দোকান। কর্মীরা দোকানেই থাকতেন। তাঁদের দাবি, গতকাল নোটিস পাওয়া মাত্র তড়িঘড়ি করে একবস্ত্রে বেরিয়ে আসতে হয়।

স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই কাঁপছিল বাড়ি। গতকাল বিকেল থেকে মেঝে, খাট বারবার দুলে ওঠায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

সকাল থেকে দোকান খোলা যায়নি। ভিতরে বহুমূল্য গয়না থাকায় রাতভর খোলা আকাশের নীচেই কাটিয়েছেন সোনার দোকানের মালিক থেকে শুরু করে কর্মীরা।