ফিউচার-অপশন থেকে 'লং টার্ম ক্যাপিটাল গেন', এই ৫ জিনিস বাজেট থেকে চায় বাজার আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-25 আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করবেন ভারতীয় স্টক মার্কেটেরও মোদি 3.0 সরকারের কাছ থেকে কিছু প্রত্যাশা রয়েছে৷ লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স চায় না বাজার। ভারতীয় স্টক মার্কেটে বিনিয়োগকারীদের এটি একটি পুরনো দাবি আর্থিক নীতির ধারাবাহিকতা যেন বাজায় থাকে মোদি 3.0 জোট সরকারে, পপুলিস্ট বাজেট করতে গিয়ে সংস্কার যেন ধাক্কা না খায় বৃদ্ধির লক্ষ্যে কৃষি, পরিকাঠামো, জনস্বাস্থ্য, রেলওয়ে, বিদ্যুৎ/নবায়নযোগ্য শক্তি, রিয়েল এস্টেট, প্রতিরক্ষা, লজিস্টিকসে সংস্কার চাইছে বাজার। সরকারি কোম্পানিগুলিতে বেসরকারি অংশিদারিত্ব বা সংস্কারের কথা বলেছে বাজার গাড়ি, বাড়ির জিনিসপত্রে জিএসটি কমানোর কথা বলেছে বাজার সম্প্রতি হাইব্রিড গাড়ির দাম কমাতে উত্তরপ্রদেশের সরকার সেখানে বড় ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকারের আর্থিক বাজেট থেকে বড় জিএসটি ছাড় আশা করছে বাজার।