কোণও কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে অটল পেনশনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়লে তিনটি বিষয়ে দেখা হয়।

মাসের শেষ তারিখ পর্যন্ত গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্সের ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে।

মাসিক, ত্রৈমাসিকের প্রথম মাসের শেষ তারিখ, অর্ধ বছরে প্রথম মাসের শেষ দিন পেরিয়ে গেলে অ্যাকাউন্টহোল্ডারকে ডিফল্টার গণ্য করা হবে

সেই ক্ষেত্রে ডিফল্টারকে নির্দিষ্ট জমার পরিমাণ দেরিতে দেওয়ার কারণে অতিরিক্ত সুদ সহ পরবর্তী মাসে জমা টাকা দিতে হবে

মনে রাখবেন মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক জমা টাকার প্রাপ্যতার পরিমাণ থেকে ওই টাকা কর্তৃপক্ষ কেটে নেবে

তহবিল ক্রমাগত ডিফল্টের ক্ষেত্রে APY অ্যাকাউন্টের জমা টাকা থেকে চার্জ কাটতেই থাকবে

সেই ক্ষেত্রে পর্যায়ক্রমে ডিফল্টারের অ্য়াকাউন্টের রক্ষণাবেক্ষণ চার্জ ও অন্যান্য চার্জ শূন্য না হওয়া পর্যন্ত টাকা কাটবে কর্তৃপক্ষ।

কোটি কোটি মানুষকে স্বস্তি দিতে সরকার 2015 সালে অটল পেনশন যোজনা শুরু করেছে