1 মে 2025 থেকে ATM-এর নিয়মে পরিবর্তন হল। নতুন করে এটিএম চার্জে হল এই পরিবর্তন।



অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা এখন ব্যয়বহুল হয়ে উঠবে।



একটি নির্দিষ্ট সীমার পরে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে এখন 19 টাকা চার্জ লাগবে ।



আগে এই চার্জ বাবদ ১৭ টাকা নেওয়া হত। মানে এই চার্জ ২ টাকা বাড়ল



এছাড়াও, ব্যালেন্স চেক করার জন্য চার্জও 7 টাকা থেকে বাড়িয়ে 9 টাকা করা হয়েছে।



ব্যাঙ্ক মেট্রো শহরে 5টি বিনামূল্যে লেনদেনের সুবিধা দেয়, নন-মেট্রোতে অন্য ATM-এ 3টি বিনামূল্যে সুবিধা পাবেন আপনি



বর্তমানে অনলাইনে UPI -তে লেনদেনের সংখ্যা বেড়েছে দেশে। তাই ATM ট্রানজাকশন কমেছে



তবে UPI -এর যুগেও এখনও বহু মানুষ ATM-এর ওপর ভরসা করেন



আজ থেকে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে আপনাকে বেশি চার্জ দিতে হবে