ইউটিউব, হোয়াটসঅ্যাপে চলছে ৪ ধরনের জালিয়াতি, সতর্ক করল সেবি



ভারতের শেয়ার বাজারে নতুন করে খুচরো বিনিয়োগকারীরা ফিরতেই সক্রিয় হয়েছে অসাধু চক্র।



সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে ফাঁদে ফেলা হচ্ছে ইনভেস্টারদের।



যে বিষয়ে সকলকে সতর্ক করল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)



SEBI সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সিকিউরিটিজ মার্কেট সম্পর্কিত চার ধরনের জালিয়াতি রয়েছে।



অনেক আনরেজিস্টার্ড ইনভেস্টার অ্যাডভাইজরি SEBI-র জাল শংসাপত্র দেখিয়ে বিনিয়োগাকীদের আস্থা অর্জন করার চেষ্টা করছে।



প্রতারণামূলক ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারকরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চ্যানেলে নিজেদের SEBI রেজিস্টার্ড বলছে



স্ক্যামাররা তাদের ভুয়ো প্ল্যাটফর্মগুলিতে পরিষেবা প্রদান করার দাবি করে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করছে


কী মিথ্যে বলছে
ইনস্টিটিউশনাল ট্রেডিং অ্যাকাউন্ট
আইপিও-র দামে ছাড়
ব্লক ট্রেডিংয়ে ছাড়
নিশ্চিত আইপিও লাভ



SEBI রেজিস্টার্ড ব্রোকার ও আসল ট্রেডিং অ্যাপ সনাক্ত করতে SEBI তার ওয়েবসাইটে এই বিবরণগুলি দিয়েছে।



SEBI রেজিস্টার্ড ব্রোকার রেজিস্ট্রেশন স্ট্যাটাস ও ট্রেডিং অ্যাপগুলি যাচাই করতে পারেন:



রেজিস্টার্ড ব্রোকার চিনতে: https://www.sebi.gov.in/intermediaries.html
ট্রেডিং অ্যাপস: https://investor.sebi.gov.in/Investor-support.html