চেক বাউন্স হলে কী কী সমস্যায় পড়বেন ?

Published by: ABP Ananda
Image Source: ABP Live

ব্যাঙ্কে চেক জমা দিলে বাউন্স হয়ে গিয়েছে ?

Image Source: ABP Live

আপনি কী কী সমস্যায় পড়তে পারেন জানেন ?

Image Source: ABP Live

চেক বাউন্স হওয়া একটি অপরাধের মধ্যে যার সাজাও আছে।

Image Source: ABP Live

যে ব্যক্তি চেক দিয়েছেন, এক্ষেত্রে তিনিই দোষী সাব্যস্ত হবেন।

Image Source: ABP Live

এতে আইনি নোটিশ যাবে তাঁর কাছে, তাঁর নামে মামলাও দায়ের হবে।

Image Source: ABP Live

এমনকী এতে ২ বছরের জেল পর্যন্ত হতে পারে।

Image Source: Pixabay

চেক বাউন্স হলে ৮০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে।

Image Source: Pixabay

এমনকী কখনও চেকের অঙ্কের দ্বিগুণও দাবি করা হতে পারে।

Image Source: ABP Live

চেক বাউন্সের জন্য সাজা হলে গ্রাহক ট্রায়াল কোর্টে মতামত রাখতে পারেন।

Image Source: ABP Live