প্রতি বছর ভারতের শেয়ার বাজারে অনুষ্ঠিত হয় এই রীতি। এই বিশেষ ট্রেডিং সেশনকে 'মুহুরত ট্রেডিং' বলে


কটা থেকে কত ঘণ্টা আপনি শেয়ার কিনতে পারবেন। জানেন, অতীতে 'মুহুরত ট্রেডিং'এ কেমন গতি দেখিয়েছে বাজার


কেন এই বিশেষ সেশন, নতুন সম্বত বা হিন্দু নববর্ষ দীপাবলির সময় শুরু হয়।

এই সময়ে অনেক বিনিয়োগকারী বিশ্বাস করেন, মুহুরত ট্রেডিংয়ের সময় করা ট্রেডিং আগামী বছরের জন্য সমৃদ্ধি নিয়ে আসে।

2024 সালে, মুহুরত ট্রেডিং সেশন 1 নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। 6 টা থেকে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই ছোট সেশন। তবে দিনের বেলায় বাজারে ট্রেডিং বন্ধ থাকবে।

মুহুরত ট্রেডিং সেশনের সময়, বাজারের সমস্ত বিভাগে স্বাভাবিক লেনদেন হয়। কেউ ইক্যুইটির সঙ্গে ডেরিভেটিভসেও ট্রেড করতে পারে।

1957 সালে বম্বে স্টক এক্সচেঞ্জে প্রথম মুহুরত ট্রেডিং শুরু হয়। 1992 সালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে মুহুরত ট্রেডিং যাত্রা শুরু করে।

গত 11 বছরের মুহুরত ট্রেডিংয়ে 11টি সেশনের মধ্যে 9টি সেশনে শেয়ারবাজার ইতিবাচক পারফর্ম করেছে।