বিল গেটস ভারতে এসে তাঁর কাছেই চা খেয়েছিলেন।
ABP Ananda

বিল গেটস ভারতে এসে তাঁর কাছেই চা খেয়েছিলেন।



আর তারপর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ডলি চা-ওয়ালা।
ABP Ananda

আর তারপর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ডলি চা-ওয়ালা।



সম্প্রতি চা বিক্রি করেই একটা রোলস রয়েস কিনেছেন ডলি।
ABP Ananda

সম্প্রতি চা বিক্রি করেই একটা রোলস রয়েস কিনেছেন ডলি।



তাঁর আসল নাম সুনীল প্যাটেল।
ABP Ananda

তাঁর আসল নাম সুনীল প্যাটেল।



ABP Ananda

ইনস্টাগ্রামে তিনি এখন ভারতের অন্যতম ইনফ্লুয়েন্সার।



ABP Ananda

শুধু চা বিক্রি করে দিনে ২৫০০ থেকে ৩৫০০ টাকা রোজগার হয় তাঁর।



ABP Ananda

এছাড়া কোনও ইভেন্টে যেতে হলে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি।



ABP Ananda

সমাজমাধ্যমের ভিউ, ফলোয়ার্স থেকেও অনেক উপার্জন হয় তাঁর।



ABP Ananda

অনেক ব্র্যান্ড প্রমোশনও করেন ডলি চা-ওয়ালা।



ABP Ananda

প্রতিবেদন অনুসারে তাঁর বর্তমান সম্পদের মূল্য ১০ লাখ টাকা।