বিল গেটস ভারতে এসে তাঁর কাছেই চা খেয়েছিলেন। আর তারপর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে ডলি চা-ওয়ালা। সম্প্রতি চা বিক্রি করেই একটা রোলস রয়েস কিনেছেন ডলি। তাঁর আসল নাম সুনীল প্যাটেল। ইনস্টাগ্রামে তিনি এখন ভারতের অন্যতম ইনফ্লুয়েন্সার। শুধু চা বিক্রি করে দিনে ২৫০০ থেকে ৩৫০০ টাকা রোজগার হয় তাঁর। এছাড়া কোনও ইভেন্টে যেতে হলে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। সমাজমাধ্যমের ভিউ, ফলোয়ার্স থেকেও অনেক উপার্জন হয় তাঁর। অনেক ব্র্যান্ড প্রমোশনও করেন ডলি চা-ওয়ালা। প্রতিবেদন অনুসারে তাঁর বর্তমান সম্পদের মূল্য ১০ লাখ টাকা।