ABP Ananda


চক্রবৃদ্ধি হারে সুদের জন্য সরকারি এই স্বল্প সঞ্চয় প্রকল্পের ওপর নির্ভর করেন অনেকেই।


ABP Ananda


এবার এই পিপিএফের নিয়মেই আসতে চলেছে বদল।


ABP Ananda


নাবালকের বয়স 18 বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে।


ABP Ananda


এর পর তাকে পুরো সুদের হার দেওয়া হবে। নাবালকের বয়স 18 বছর হওয়া থেকে অ্যাকাউন্টের ম্যাচুরিটির সময় ধরা হবে।


ABP Ananda


যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তবে স্কিমের সুদের হার প্রাথমিক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য বরাদ্দ হবে।


ABP Ananda


দ্বিতীয় অ্যাকাউন্টের টাকা প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।


ABP Ananda


এ ছাড়া প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হবে না।


ABP Ananda


অবসরে মোটা টাকা হিসাবেও এই অ্যাকাউন্টকে অনেকে ব্যবহার করেন।


ABP Ananda


পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) ভাল ভবিষ্যতের জন্য একটি ভাল বিনিয়োগের হাতিয়ার।