এই ৫ অভ্যাসে নিমেষে নিঃস্ব হতে পারেন আপনি বেশ কিছু অভ্যাস আমাদের সঞ্চয়ে বাধা হয়ে দাঁড়ায়। আর এই ৫ বাজে অভ্যাস আপনাকে নিমেষে নিঃস্ব করতে পারে। বাজেটের বাইরে বেরিয়ে খরচের অভ্যাস সমস্যাজনক। আপদকালীন ফান্ডের কথা চিন্তা না করে খরচ করা। সবার আগে আপদকালীন ফান্ড তৈরি করে নেওয়া জরুরি। এমনকী স্বাস্থ্যবিমা না করানো থাকলেও আর্থিক অনটনে পড়তে পারেন। ক্রেডিট কার্ড থাকলে তা সঠিকভাবে ব্যবহার না করলে বিপদ। অবসরের জন্য অন্তত ২০ বছর আগে থেকে পরিকল্পনা করতে হবে। অনেক টাকা জমালেও নিমেষে কোথায় উড়ে যাবে টাকা বোঝা যাবে না।