মঙ্গলবার যে দাম কমেছিল, আজ বুধবার দাম ফের বাড়ল সোনার। ছবি- পিটিআই মঙ্গলবার সন্ধেয় দাম বাড়ে, আজকের বাজারে সেই দামই বহাল আছে। বুধবার ২৪ ক্যারাট, ২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার দাম বাড়তে দেখা যায়। আজ ২৪ ক্যারাট সোনার দাম গ্রামে ২১ টাকা বেড়েছে। বুধবার ২৪ ক্যারাট সোনার দাম প্রতি গ্রামে ৬২০৪ টাকা। ২২ ক্যারাট অর্থাৎ গহনার সোনার দাম গ্রামে ৫৯৯৪ টাকা। এদিন ১৮ ক্যারাট সোনার দামও বেড়ে হয়েছে ৪৯৩৯ টাকা। ২২ ক্যারাট সোনা বিক্রি করতে গেলে আজ দাম পাবেন গ্রামে ৫৬৪৬ টাকা। রুপোর দামও আজ বেড়েছে অনেকটাই। কেজিতে আজ রুপোর দাম হয়েছে ৭১১০৪ টাকা।