কেন্দ্রীয় সরকার শীঘ্রই তার কর্মীদের ডিএ বাড়াতে পারে। কর্মীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হতে পারে।
কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার ডিএ (মহার্ঘ ভাতা) বাড়ায়। উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে DA গণনা করা হয় ।
শোনা যাচ্ছে,মার্চে এই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে।
এই ডিএ বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন কত বাড়বে তা জেনে নিন।
শ্রম মন্ত্রক প্রতি মাসে শিল্প শ্রমিকদের (CPI-IW) ডেটার জন্য কনজিউমার প্রাইস ইনডেক্স বা উপভোক্তা মূল্য সূচক প্রকাশ করে।
এই ভিত্তিতে সেই সব কর্মচারী পেনশনভোগীদের জন্য ডিএ বৃদ্ধি করা হয়