সোনার দাম আজ অনেকটাই কমে গিয়েছে।

Published by: ABP Ananda
Image Source: PTI

ট্রাম্পের কর আরোপের জেরে সোনার দাম এক সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমেছে।

Image Source: PTI

১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দেশীয় বাজারে রয়েছে ৯০ হাজার টাকা।

Image Source: PTI

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে ৭১টি কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনার ভান্ডার একই মাত্রায় বজায় রাখতে চাইছে।

Image Source: PTI

ফলে বাজারে চাহিদা কমেছে, বেড়েছে সরবরাহের মাত্রা।

Image Source: PTI

বিশেষজ্ঞরা বলছেন এই দাম আরও ৪০ শতাংশ কমতে পারে।

Image Source: PTI

ফলে সোনার দাম নেমে আসতে পারে ৫৫ হাজার টাকায়।

Image Source: PTI

আজ ২২ ক্যারাট সোনার দাম ১০ গ্রামের জন্য নেমে আসে ৮৯,৫২৪ টাকায়।

Image Source: PTI

এমসিএক্সে আজ ০.৫৯ শতাংশ ধস নেমেছে সোনার দামে।