ABP Ananda


এক বছরেই দিয়েছে প্রায় ৪০ শতাংশ রিটার্ন। জেনে নিন, কোন কোন মিউচুয়াল ফান্ডের নাম রয়েছে এখানে।


নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড
ABP Ananda

নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড
1 বছরের রিটার্ন: 39.4 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত)

3-বছরের রিটার্ন: 31.37 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত)


মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড
ABP Ananda

মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড
1 বছরের রিটার্ন: 58.95%

3 বছরের রিটার্ন: 34.51 শতাংশ


কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড
ABP Ananda

কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড
এর ডিরেক্ট প্ল্যান বার্ষিক 39.96 শতাংশ রিটার্ন দিয়েছে। বিনিয়োগকারীদের সেরা বিকল্প হতে পারে এটি।


ABP Ananda





ABP Ananda


এই তহবিল গত 5 বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে।


ABP Ananda


এর রেগুলার পরিকল্পনার বিষয়ে কথা বলতে গেলে এটি বার্ষিক 38.22 শতাংশ রিটার্ন দিয়েছে।


ABP Ananda


মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।


ABP Ananda


এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।



বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।