এক বছরেই দিয়েছে প্রায় ৪০ শতাংশ রিটার্ন। জেনে নিন, কোন কোন মিউচুয়াল ফান্ডের নাম রয়েছে এখানে।


নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড
1 বছরের রিটার্ন: 39.4 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত)

3-বছরের রিটার্ন: 31.37 শতাংশ (জানুয়ারি 2024 পর্যন্ত)


মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড
1 বছরের রিটার্ন: 58.95%

3 বছরের রিটার্ন: 34.51 শতাংশ


কোয়ান্টাম স্মল ক্যাপ ফান্ড
এর ডিরেক্ট প্ল্যান বার্ষিক 39.96 শতাংশ রিটার্ন দিয়েছে। বিনিয়োগকারীদের সেরা বিকল্প হতে পারে এটি।







এই তহবিল গত 5 বছরে দুর্দান্ত রিটার্ন দিয়েছে।



এর রেগুলার পরিকল্পনার বিষয়ে কথা বলতে গেলে এটি বার্ষিক 38.22 শতাংশ রিটার্ন দিয়েছে।



মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।



এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ।



বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।