সোনা কেনার থাকলে আজ দেখে নিন কত দাম চলছে। সোনা রুপোর দামে আজ কত হেরফের হল ? এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সপ্তাহের চতুর্থ দিনে দাম আরও বাড়ল সোনার। বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে। গ্রাম প্রতি ৫৫ টাকা বেড়ে হয়েছে ৬৬৬৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৬৩ টাকা বেড়ে হয়েছে ৬৪৪১ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬০৬৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৩০৮ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৪১৯১ টাকা প্রতি কেজিতে।