শুক্রবার যতখানি দাম কমেছিল সোনার, তার থেকে কিছুটা বাড়ল আজকের দাম।

সোনার দামে হেরফের হল আজ কতটা ? বাজারে সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট।

আজ ২৩ মার্চ শনিবার সপ্তাহান্তে ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম শুক্রবারের তুলনায় প্রতি গ্রামে ৭ টাকা বেড়েছে।

গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ১৩ টাকা বেড়ে আজ হয়েছে ৬৩৮৮ টাকা।

অন্যদিকে রুপোর দামও আজ বেড়ে গিয়েছে অবিশ্বাস্যভাবে। এখন রুপোর দাম কেজিতে ৭৩৬৪৭ টাকা।

২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৬০৬, ২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৩৮৮

২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬০১১, ১৮ ক্যারেট ১ গ্রাম ৫২৫৮

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

Thanks for Reading. UP NEXT

আজ সোনা কিনলে কি খরচ কম হবে ? কত চলছে সোনার দাম ?

View next story