বাজেটের পর থেকেই কাস্টম ডিউটি কমে যাওয়ার কারণে সোনার দাম অনেকটাই কমে যায় একধাক্কায়।



পরবর্তীকালে এই পতনের ধারা বজায় ছিল গত সপ্তাহে।



যদিও শনিবার থেকে ফের বাড়তে শুরু করেছে সোনার দাম।



সোমবার এক দিনে দু'বার বেড়েছে গোল্ড রেট। আজ মঙ্গলেও বাড়তে পারে দাম



২৯ জুলাই, ২০২৪ সোনার দাম

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৬৮৯৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৫৮৩
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৬২৭৩
১৮ ক্যারেট ১ গ্রাম ৫৪১১



সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।



সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়।



এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়।



যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।



বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই ৬২ হাজারের ঘর থেকে ফের ৭৩-এর ঘরে যেতে পারে সোনা।