১ লক্ষ টাকা ১ বছরে হয়েছে ২০ লক্ষ! ব্যাপক রিটার্ন এই স্টকে
abp live

১ লক্ষ টাকা ১ বছরে হয়েছে ২০ লক্ষ! ব্যাপক রিটার্ন এই স্টকে

Published by: ABP Ananda
শেয়ার মার্কেটে কিছু কিছু স্টক রয়েছে যা এক বছরেই কোটিপতি করে দিয়েছে বহু লোককে।
abp live

শেয়ার মার্কেটে কিছু কিছু স্টক রয়েছে যা এক বছরেই কোটিপতি করে দিয়েছে বহু লোককে।

ঠিক সময়ে ঠিক জায়গায় বিনিয়োগ পাল্টাতে পারে ভাগ্য, প্রমাণ করে স্মল ক্যাপ এই আইটি স্টক।
abp live

ঠিক সময়ে ঠিক জায়গায় বিনিয়োগ পাল্টাতে পারে ভাগ্য, প্রমাণ করে স্মল ক্যাপ এই আইটি স্টক।

TechNVision Ventures Ltd- এটি একটি আইটি সংস্থা। সম্প্রতি এটি AI-পাওয়ার্ড কাস্টমার পেমেন্ট প্ল্যাটফর্ম এনেছে।
abp live

TechNVision Ventures Ltd- এটি একটি আইটি সংস্থা। সম্প্রতি এটি AI-পাওয়ার্ড কাস্টমার পেমেন্ট প্ল্যাটফর্ম এনেছে।

abp live

পরপর আপার সার্কিট পেয়েছে এই সংস্থার স্টক। শুধুমাত্র মার্চ মাসেই ৪০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দর।

abp live

গত ছয় মাসের মধ্যে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ৮৫০ শতাংশেরও বেশি।

abp live

Groww.in এর তথ্য বলছে ৫২ সপ্তাহের মধ্যে এই শেয়ারের দাম সর্বনিম্ন ছিল ১৬৩ টাকা

abp live

৫২ সপ্তাহের মধ্যে এই শেয়ারের সর্বোচ্চ দাম উঠেছে ৪০৪৫ টাকা।

abp live

গত ১ বছরে ২০০০ শতাংশের বেশি বৃদ্ধি হয়েছে এই শেয়ারের দরে।

abp live

১ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে এখন হাতে থাকত ২০ লক্ষ টাকা

abp live

এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়