ঢেলে পয়সা দেবে ইনস্টাগ্রাম! কী করতে হবে আপনাকে? ইদানিং সোশ্যাল মিডিয়া অর্থ উপার্জনের জায়গা হয়ে উঠেছে। ইন্সটাগ্রামের মাধ্যমে বহু ক্রিয়েটর রোজগার করছেন। কীভাবে করবেন? ইন্সটাগ্রামে রোজগার কীভাবে করবেন? ফ্যানের মাধ্যমে রোজগার: সাবস্ক্রিপশনের মাধ্যমে, যে কনটেন্ট তৈরি করছেন সেটার যদি নির্দিষ্ট ফ্যান বেস থাকে। তাহলে তাঁরা টাকা দিয়ে সাবস্ক্রিপশন নেবে ব্র্যান্ড: ক্রিয়েটর এবং ব্র্যান্ডের মধ্যে যোগাযোগ হয়। কোনও ব্র্যান্ড কোনও ক্রিয়েটরকে কোনও বিশেষ জিনিসের প্রোমোশন করতে বলে। তার জন্য টাকা দেয়। যার ফলোয়ার্স যত বেশি তার কাছে তত বড় ব্র্যান্ডের অফার আসা স্বাভাবিক। কারণ ব্র্যান্ডের কাছে ক্রিয়েটরের ফলোয়ার্স বেস ধরাটাই লক্ষ্য ভিডিওর মাধ্য়মে বক্তব্য় রেখে লিঙ্কে সেই পণ্য়ের কোনও লিঙ্ক রাখতে পারবেন। কেউ সেই লিঙ্ক ব্য়বহার করে কিনলে ক্রিয়েটর অর্থ পাবেন ইনস্টাগ্রামের রিলের মাধ্যমে অর্থ উপার্জন সম্ভব। ইনস্টাগ্রামের তরফে পারফরম্যান্স বেসড ইনসেন্টিভ দেওয়া হয়। বেশ কিছু দেশে এমন সুবিধা রয়েছে। তবে সবার জন্য এই সুবিধা নেই। ইন্সটাগ্রামের মাধ্যমে রোজগার সম্ভব। সারা বিশ্বেই এমন হচ্ছে। বহু কন্টেন্ট ক্রিয়েটর এর মাধ্য়মে রোজগার করছেন। সবার আগে নিজের পেজে ফলোয়ার্সের সংখ্যা বাড়াতে হবে। নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার্স না থাকলে মানিটাইজেশন করা যায় না। প্রোফাইল মানিটাইজ করাতে গেলে ইনস্টাগ্রামের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। কন্টেন্টের বিষয়েও গাইডলাইন মেনে চলতে হবে।