RBI দিচ্ছে ১০ লাখ টাকা জেতার সুযোগ, কীভাবে ? RBI দিচ্ছে ১০ লাখ টাকা জেতার সুযোগ, কীভাবে ? RBI সম্প্রতি একটি কুইজ কনটেস্ট চালু করেছে। ৯০ বছর পূর্তি উপলক্ষ্যে এই উদ্যোগ। কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এই কুইজে যোগ দিতে পারবেন। ২০ অগাস্ট শক্তিকান্ত দাস উদ্বোধন করেন এই RBI90Quiz-এর। এই কুইজে জাতীয় স্তরের ফাইনালে বিজেতা পাবেন ১০ লাখ টাকা। জোনাল স্তরের বিজেতা পাবেন ৫ লাখ টাকা। রাজ্য স্তরের বিজেতা এই কুইজে পাবেন ২ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে হবে এই কুইজ। শুরু হয়েছে রেজিস্ট্রেশন।