আধার দিয়ে ঘরে বসেই জমা হবে লাইফ সার্টিফিকেট, কীভাবে জানুন ঘরে বসেই জমা করতে পারবেন লাইফ সার্টিফিকেট। এর জন্য দরকার পড়বে আধার অথেন্টিকেশন। এজন্য মোবাইলে ডাউনলোড করতে হবে জীবন প্রমাণ অ্যাপ। এর সঙ্গে লাগবে আধার ফেস আরডি অ্যাপ। এরপর জীবন প্রমাণ অ্যাপ খুলে নিজের আধার নং, মোবাইল নং ও ইমেল দিতে হবে। মোবাইলে আসবে ওটিপি নম্বর। ওটিপি বসানোর পরেই মোবাইলের ক্যামেরায় আপনার মুখের ছবি যাচাই করা হবে। এরপরে জীবনপ্রমাণ অ্যাপে ফিয়ে পিপিও নং, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এক্ষেত্রে আরো একবার মুখের ছবি নেওয়া হবে যাচাইয়ের জন্য। এভাবেই ঘরে বসে জমা করুন জীবনপ্রমাণ পত্র বা লাইফ সার্টিফিকেট।