এই শেয়ার বিনিয়োগকারীদের কোটিপতি করেছে। ১ বছরে রকেটগতিতে উত্থান হয়েছে এই স্টকের।



৫২ সপ্তাহে সর্বনিম্ন ছিল এই স্টকের দাম। ২০২৩ সালের ১৫ মার্চ এই স্টকের 52 Week Low- ছিল ১০০.৪০ টাকা।



সেটা তারপর রকেটের গতিতে বেড়েছে। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি এই স্টকের দাম হয়েছে ৩৭৩১.৭০ টাকা



অর্থাৎ গত ১ বছরে এই স্টকের দাম বেড়েছে ২৮৬১.৬৭%



এই স্টকের নাম Kesar India. এটি একটি নির্মাণকারী সংস্থা। আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প তৈরি করে এরা। শিল্পসংস্থার জন্য বিভিন্ন ধরনের ভবনও নির্মাণ করে। এদের ব্র্যান্ড - Kesar Lands



২০২২ সালে এই সংস্থা ভারতীয় শেয়ার বাজারে IPO লঞ্চ করে। সেই সময় ইস্যু প্রাইস ছিল ১৭০ টাকা। তারপরে পড়ে গিয়েও ফের তার এই উত্থান।



এই সংস্থার শেয়ারহোল্ডিং-এর ক্ষেত্রে প্রোমোটারদের হাতে রয়েছে ৭৪.৯৮ শতাংশ শেয়ার



বিদেশি বিনিয়োগ রয়েছে এই সংস্থার শেয়ারে। সেটার পরিমাণ ১৫. ৭০ শতাংশ। খুচরো বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৯.৩২ শতাংশ।



২০২৩ সালের ১৫ মার্চ- যদি কেউ এই স্টকে ১ লক্ষ ৪০০ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তার মূল্য হতো ৩৭,৩১,৭০০ টাকা



ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়