মাসে ১০০০ টাকাতেই সুরক্ষিত হবে মেয়ের ভবিষ্যৎ, LIC দিচ্ছে বড় সুযোগ
abp live

মাসে ১০০০ টাকাতেই সুরক্ষিত হবে মেয়ের ভবিষ্যৎ, LIC দিচ্ছে বড় সুযোগ

Published by: ABP Ananda
Image Source: PTI
মেয়ের পড়াশোনা, বিয়ের জন্য টাকা জমান অনেক বাবা-মা'ই।
abp live

মেয়ের পড়াশোনা, বিয়ের জন্য টাকা জমান অনেক বাবা-মা'ই।

Image Source: PTI
এবার মাসে মাত্র ১ হাজার টাকা জমা দিয়েই মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।
abp live

এবার মাসে মাত্র ১ হাজার টাকা জমা দিয়েই মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন।

Image Source: PTI
এলআইসির কন্যাদান পলিসিতে পাবেন এই সুযোগ।
abp live

এলআইসির কন্যাদান পলিসিতে পাবেন এই সুযোগ।

Image Source: PTI
abp live

২৫ বছরের এই পলিসিতে আপনি পাবেন ৭ শতাংশ করে রিটার্ন।

Image Source: PTI
abp live

ফলে বছরে ১২ হাজার টাকা করে ২৫ বছর পরে আপনি পাবেন প্রায় ১৫ লক্ষ টাকা।

Image Source: PTI
abp live

তবে এক্ষেত্রে কন্যার বাবার বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে।

Image Source: PTI
abp live

আর কন্যার বয়স হতে হবে ন্যূনতম ১ বছর।

Image Source: PTI
abp live

এই পলিসিতে বিনিয়োগে ৮০সি ধারার অধীনে কর ছাড়ও পাওয়া যায়।

Image Source: PTI
abp live

এলআইসির যে কোনও নিকটবর্তী শাখায় গিয়ে বা অনলাইনে এই পলিসি নিতে পারবেন।

Image Source: PTI