ছয় মাসের বেশি ইন্ডেন এলপিজি সিলিন্ডার রিফিল না করলে নিজে থেকেই ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যায় কানেকশন।



সেই ক্ষেত্রে এলপিজি সংযোগ ফের চালু করতে মানতে হবে এই নিয়ম, কী জানেন ?



ইন্ডেন এলপিজি সংযোগ পুনরায় সক্রিয় করতে ডিস্টিরবিউটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। পরে সেখানে ফর্ম জমা দিতে হবে।



Indane Gas রি-অ্যাক্টিভেশন ফর্মটি Indane Gas ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।



একটি ইন্ডেন গ্যাস ডিস্ট্রিবিউটর থেকেও ফর্মটি সংগ্রহ করা যেতে পারে। ফর্মে নিম্নলিখিত বিবরণ লিখতে হবে:



১ ডিস্ট্রিবিউটরের নাম
২ কনজিউমার নম্বর
৩ কনজিউমারের পুরো নাম
৪ ৬ মাস কেন রিফিল করা হয়নি না
৫ কনজিউমারের স্বাক্ষর


এভাবে রিঅ্য়াকটিভেট করুন কানেকশন
১ Indane অফিসিয়াল ওয়েবসাইটে যান
২ স্ক্রিনের বা পাশে 'How do I'-তে ক্লিক করুন



৩ ষষ্ঠ বিকল্পটি বেছে নিন, যেখানে লেখা আছে 'How Do I reactivate my connection?'



৪ নিম্নলিখিত বিবরণ সহ ডিস্ট্রিবিউটরের কাছে সম্পূর্ণ রি-অ্যাক্টিভেশন ফর্ম জমা দিন



এখানে ওপরে দেওয়া কনজিউমার, ডিস্ট্রিবিউটর ছাড়াও আরও বিষয়ে জানান



আপনার আবেদন অবৈধ বলে প্রমাণিত হলে আপনাকে আপনার কানেকশন সারেন্ডার করতে বলা হবে।