এক ধাক্কায় ১৪ শতাংশ পতন এই স্টকে, কী করবেন ?

Published by: ABP Ananda
Image Source: ABPLive AI

এক সময় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই স্টক।

Image Source: ABPLive AI

এবারে এক ধাক্কায় দাম কমল ১৪ শতাংশ।

Image Source: ABPLive AI

এই শেয়ারের দাম ২৪৬০ টাকা কমে হয়েছে ১৪,৭০৭ টাকা।

Image Source: ABPLive AI

সংস্থার নাম ডিক্সন টেকনোলজিস।

Image Source: ABPLive AI

মাল্টিব্যাগার এই শেয়ারে ৫ বছরে দিয়েছে ১৭৪০ শতাংশ রিটার্ন।

Image Source: ABPLive AI

২ বছরে ৩৩৫ শতাংশ মুনাফা এসেছে এই স্টকে।

Image Source: ABPLive AI

সর্বকালীন উচ্চতা থেকে এই স্টকের দাম কমেছে ২১ শতাংশ।

Image Source: ABPLive AI

তবে বাজারে গতি ফিরলে এই স্টকেও ফের গতি আসার সম্ভাবনা রয়েছে।

Image Source: ABPLive AI

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।

Image Source: ABPLive AI