বাড়িতে বুস্টার লাগিয়ে কি মোবাইল নেটওয়ার্কের সমস্যা দূর করা যায়?

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকাল সবাই মোবাইল ফোন ব্যবহার করে। অনেক ক্ষেত্রে ফোনের খারাপ নেটওয়ার্ক সমস্যা বাড়ায়।

Image Source: pexels

ভালো সংযোগ ও দ্রুত গতির ইন্টারনেটের জন্য টেলিকম কোম্পানিগুলো অবিরাম কাজ করে যাচ্ছে।

Image Source: pexels

বহু লোকের এই সমস্যা হয়। তাদের বাড়িতে সিগন্যাল পাওয়া যায় না, যে কারণে সিগন্যাল বুস্টার লাগাতে পারেন।

Image Source: pexels

বহু লোক নিজ বাসগৃহ বা দোকানে মোবাইল সিগন্যাল বুস্টার বসায়, তারা কি ভাল সিগন্যাল পায় ?

Image Source: pexels

এই পরিস্থিতিতে, আসুন জেনে নিই যে বাড়িতে বুস্টার লাগিয়ে মোবাইল নেটওয়ার্কের সমস্যা দূর করা যায় কিনা।

Image Source: pexels

ঘরে বুস্টার লাগিয়ে মোবাইল নেটওয়ার্কের সমস্যা দূর করা যেতে পারে, তবে এই ধরনের বুস্টার লাগানো বেআইনি।

Image Source: pexels

বুস্টারের মাধমে মোবাইলের সিগন্যাল ও ইন্টারনেটের গতি বাড়ে।

Image Source: pexels

বুস্টারের সঙ্গে দুই ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয়, যার মধ্যে একটি ছাদে স্থাপন করা হয়, অন্যটি বাড়ির ভিতরে থাকে।

Image Source: pexels

এই বুস্টার বসালে গ্রাহকদের ভয়েস ব্রেক বা কল ড্রপ-এর সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

Image Source: pexels