১০ হাজার টাকা বছর ঘুরতেই ১.৩০ লক্ষ! তুমুল রিটার্ন এই পেনিস্টকে



দীর্ঘমেয়াদি হোক বা স্বল্পমেয়াদি- শেয়ার মার্কেটে আয়ের লক্ষ্য়ে বহু লোক বিনিয়োগ করে থাকেন।



ভারতীয় শেয়ার মার্কেটে কিছু কিছু সংস্থার স্টক এমন রয়েছে যা বছর ঘুরতেই বিপুল লাভ দিয়েছে বিনিয়োগকারীদের।



১০, ২০ বা ৩০ শতাংশ নয়। এই স্টক গত ১ বছরে রিটার্ন দিয়েছে ১৩৫৩ শতাংশ



৫২ সপ্তাহে এই সংস্থার স্টকের দাম সর্বনিম্ন ৪০ পয়সা, সর্বোচ্চ ৬.৫৪ টাকা হয়েছে।



গত পাঁচ বছরের হিসেব করলে এই রিটার্নের পরিমাণ ২৯০০ শতাংশেরও বেশি



groww.in -এর তথ্য বলছে গত ১ মাসে এই সংস্থার শেয়ার ৪৪ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।



সংস্থাটির নাম Shekhawati Poly-Yarn. শেয়ার মার্কেটে তালিকাভুক্ত।



ভারতীয় এই সংস্থা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের yarn তৈরি করে।



groww.in -এর তথ্য অনুযায়ী ২০২৪, জুন-এ এই সংস্থার ৫৭.৮১% শেয়ার প্রোমোটারদের হাতে, ৪২.১৯% শেয়ার খুচরো বিনিয়োগকারীদের হাতে



Disclaimer: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়