ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের পরিবর্তে এখন দেশবাসী ঝুঁকছে মিউচুয়াল ফান্ডের দিকে জানেন মাসে ৫০০০ টাকা করে জমালে কতদিনে কোটিপতি হবেন আপনি বিপুল সংখ্যক খুচরো বিনিয়োগকারী সরাসরি শেয়ার না কিনে মিউচুয়াল ফান্ড বা এসআইপির মাধ্যমে বিনিয়োগ করছে। ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে 5,000 টাকার একটি মাসিক এসআইপি বিনিয়োগ আপনাকে 26 বছরে কোটিপতি করতে পারে। 2024 সালে 26 বছরের জন্য মাসে 5,000 টাকা বিনিয়োগ করলে 2050 সাল নাগাদ মোট বিনিয়োগের পরিমাণ 15.6 লক্ষ টাকা হবে। আপনার বিনিয়োগের আনুমানিক রিটার্ন (12% বার্ষিক রিটার্ন বিবেচনা করে) হবে 91.96 লক্ষ টাকা আপনি 15.6 লক্ষ টাকা একসঙ্গে বিনিয়োগ করলে 2050 সালে আপনার মোট সম্পদ হবে 2.97 কোটি টাকা আনুমানিক বার্ষিক 12 শতাংশ রিটার্ন ধরেই এই টাকা পাবেন আপনি মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।