মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মীদের মধ্য়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে মোদি সরকার। যা নিয়ে আজ সংসদে এই জানাল সরকার। ২০২৬ সালের ১ জানুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন হবে বলে সবাই আশা করেছিল। ইতিমধ্যেই 2024 সালের জুন মাসে এই নিয়ে সরকারের কাছে আবেদন যায়। সংসদে সেই বিষয়টি স্পষ্ট করেন মন্ত্রী। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় এই বিষয়ে লিখিত উত্তর দেন। মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে এই জাতীয় কোনও প্রস্তাব সরকারের বিবেচনায় নেই। সাধারণত, সরকারি কর্মচারীদের পারিশ্রমিক সংশোধন করার জন্য প্রতি 10 বছরে কেন্দ্রীয় সরকার বেতন কমিশন গঠন করে। 7ম বেতন কমিশন 2014 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল। এর সুপারিশগুলি 1 জানুয়ারি, 2016 থেকে কার্যকর করা হয়েছিল। বেতন কমিশন হল ভারতে সরকার-নিযুক্ত একটি সংস্থা যা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো, ভাতা, অন্যান্য সুবিধা পর্যালোচনা করে