NPS-এও করা যায় SIP ! কীভাবে ?

Published by: ABP Ananda
Image Source: Getty

অবসরের কথা চিন্তা করে NPS-এ বিনিয়োগ করেন অনেকেই।

Image Source: Getty

ঝুঁকি কম নিলে NPS-এও করা যায় SIP।

Image Source: Getty

আপনার NPS পরিষেবা দাতার ওয়েবসাইটে লগ ইন করতে হবে।

Image Source: Freepik

এখানে পাবেন Contribution বা Investment সেকশন।

Image Source: Getty

এই অপশনে ক্লিক করে Systematic Investment Plan-এ যেতে হবে।

Image Source: Getty

কীভাবে SIP করবেন, মাসিক, ষাণ্মাসিক নাকি ত্রৈমাসিক তা বেছে নিতে হবে।

Image Source: Freepik

কোনও বিশেষ স্কিম বা মাল্টিপল স্কিমে অ্যালোকেশন বেছে নিতে পারেন।

Image Source: Freepik

সমস্ত তথ্য দিয়ে রিভিউর পর কনফার্ম করলেই SIP শুরু হবে।

Image Source: Freepik

তবে প্রথম ইন্সটলমেন্টের টাকা প্রথমেই জমা দিয়ে শুরু করতে হবে।

Image Source: Getty