OYO বুক করতে এবার লাগবে এই নথি !

Published by: ABP Ananda
Image Source: Freepik

সম্প্রতি জানা গিয়েছে, অবিবাহিত যুগলদের জন্য OYO-র দরজা বন্ধ।

Image Source: X Handle

OYO রুম বুকিংয়ের ক্ষেত্রে কিছু নিয়ম তাই মানতে হবে।

Image Source: Freepik

অবিবাহিতদের জন্য বদলেছে নিয়ম, ফলে এবার কী কী নথি লাগবে ?

Image Source: Freepik

এবারে OYO রুম বুকিংয়ের সময় দিতে হবে বিবাহের প্রমাণপত্র।

Image Source: Freepik

বৈধ রিলেশনশিপ সার্টিফিকেট ছাড়া অনলাইনে বা অফলাইনে রুম বুকিং হবে না।

Image Source: X Handle

আর এই নিয়ম না মানলে হোটেলগুলিকে ব্লক লিস্টে ফেলা হবে।

Image Source: X Handle

ফলে এবার অবিবাহিতরা হোটেলে জায়গা পাবে কিনা তা হোটেল মালিকের উপর।

Image Source: Pixabay

এই নিয়ম প্রথমে মীরাটে চালু হবে।

Image Source: X Handle

অনেকক্ষেত্রে অনৈতিক কার্যকলাপ রুখতে এই কাজ করা হচ্ছে।

Image Source: X Handle