বছরের শুরুটাই হতে পারে লক্ষ্মীলাভ দিয়ে। সূত্রের খবর, ২০২৫ সালের জানুয়ারিতেই ফের বাড়তে পারে মহার্ঘ ভাতা অক্টোবর মাসেই মোদি সরকার ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এরপরই সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয় ৫৩%। মনে করা হচ্ছে, এবার মোদি সরকার মূল্যবৃদ্ধির ওপর ভিত্তি করে ৩ শতাংশ ডিএ বাড়াতে পারে। অক্টোবরেই AICPI সূচক বেড়ে ১৪৪.৫ শতাংশ পৌঁছে গিয়েছিল। এই বৃদ্ধি হলে সরাসরি বেতন বাড়বে সরকারি কর্মী ও পেনশনারদের। সেই ক্ষেত্রে কত টাকা বাড়বে এদের ? কারও যদি ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা হয় তাহলে তিনি অতিরিক্ত ৫৪০ টাকা পাবেন। একইভাবে কারও যদি বেতন ২ লাখ ৫০ হাজার টাকা হয়, তিনি ৭৫০০ টাকা বেশি পাবেন। পেনশনারদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ২৭০ থেকে ৩৭৫০ টাকা হতে পারে। বহুদিন ধরে এই আলোচনা হয়ে আসছে সরকারি দফতরে। যদিও অষ্টম বেতন কমিশন এখনই হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে সরকার। কদিন আগেই সংসদে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুলেছেন।