PF অ্যাকাউন্টে হবে ৫ বড় বদল, আগাম জেনে রাখুন

Published by: ABP Ananda
Image Source: Getty

এই বছর প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বেশ কিছু বদল আসতে পারে।

Image Source: Getty

লক্ষ লক্ষ চাকরিজীবীদের উপরে এর প্রভাব পড়বে।

Image Source: Getty

কর্মী এবং সংস্থার মধ্যে স্বচ্ছ্বতা আনতেই এই উদ্যোগ।

Image Source: Getty

এর মাধ্যমে আগামীতে অবসরের পরিকল্পনা আরও সুদৃঢ় হবে বলেই বিশ্বাস EPFO-র।

Image Source: Getty

ইপিএফও এবার চালু করবে এটিএম কার্ড।

Image Source: Getty

এর মাধ্যমে সদস্য কর্মীরা যখন খুশি প্রয়োজনমত টাকা তুলতে পারবেন।

Image Source: Getty

ইপিএফের কনট্রিবিউশন লিমিট থাকবে না আর চাকরিজীবীদের জন্য।

Image Source: Getty

এখন মূল বেতনের ১২ শতাংশ জমা হয় ইপিএফের খাতায়।

Image Source: Getty

ইপিএফও পরিকল্পনা করছে এই আমানতের একাংশ শেয়ারে বিনিয়োগ করার।

আর কর্মীরা চাইলে আরও বেশি পরিমাণ টাকা জমাতে পারেন ইপিএফের খাতায়।

Image Source: Getty