উদ্যোক্তা হতে উৎসাহ দিতে কেন্দ্র সরকার নানাবিধ প্রকল্প এনেছে।

Image Source: Getty

রাস্তায় যারা দোকান বা স্টল চালান তাদের জন্য এসেছে পিএম স্বনিধি স্কিম।

Image Source: Getty

এই স্বনিধি স্কিমের অধীনে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলতে পারে।

Image Source: Getty

এটি একটি কোল্যাটারাল ফ্রি ঋণ, ৭ শতাংশ সুদের হারে এই ঋণ দেওয়া হয়।

Image Source: Getty

যা ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল জোগান দেয়।

Image Source: Getty

ডিজিটাল মাধ্যমে ঋণশোধে বছরে ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধেও রয়েছে।

Image Source: Getty

এই ঋণের প্রকল্পে কার্ড দেওয়া হয় গ্রাহককে, PM SVANidhi পোর্টাল থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য পাবেন।

Image Source: Getty