৯ বছরেই টাকা দ্বিগুণ করবে পোস্ট অফিসের এই স্কিম, দেবে নিশ্চিত রিটার্ন

Published by: ABP Ananda
Image Source: PTI

স্টক মার্কেটে বিনিয়োগে ঝুঁকি রয়েছে, অন্যদিকে ব্যাঙ্কে টাকা রাখলে মুদ্রাস্ফীতিতে তা মূল্য হারাবে।

Image Source: PTI

এই পরিস্থিতিতে পোস্ট অফিসের এই স্কিম আপনাকে এনে দেবে নিশ্চিত রিটার্নের সুযোগ।

Image Source: PTI

ব্যাঙ্কের এফডির থেকে বেশি রিটার্ন, তাও আবার ৯ বছর ৭ মাসে টাকা দ্বিগুণ।

Image Source: PTI

এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যে পড়ে, এর নাম কিষাণ বিকাশ পত্র।

Image Source: PTI

এই স্কিমে বর্তমানে বছরে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়।

Image Source: PTI

ফলে ৯ বছর ৭ মাসের মধ্যেই আপনার টাকা দ্বিগুণ হয়ে যাবে।

Image Source: PTI

১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তি এই কিষাণ বিকাশ পত্রে টাকা রাখতে পারেন।

Image Source: PTI

এই স্কিম ম্যাচিওর করবে ১১৫ মাসে, অর্থাৎ ৯ বছর ৬ মাসে। এই স্কিমে টাকা রাখলে তাই ২ বছর ৬ মাসের আগে টাকা তুলতে পারবেন না।

Image Source: PTI

ন্যূনতম ১০০০ টাকা থেকেই বিনিয়োগ শুরু করা যায়, বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা রাখা হয়নি।

Image Source: PTI