এবার কি বন্ধ হয়ে যাবে FASTag ? টোল সংগ্রহের নিয়মে বদল আসবে ? FASTag-এর দিন কি শেষ এবার ? জানা গিয়েছে এখন থেকে স্যাটেলাইটের মাধ্যমে টোল ট্যাক্স নেওয়া হবে। চালু হবে নতুন GNSS সিস্টেম। এর পুরো নাম গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এটি চালু হলে গাড়িতে আর ফাস্ট্যাগ লাগাতে হবে না। হাইওয়েতে চলাচলকারী গাড়ির তথ্য আগে থেকেই নেওয়া হবে। তবে দেশের সর্বত্র এই সিস্টেম চালু করবে না সরকার। ফলে FASTag-এ টোল কাটার পদ্ধতি বহাল থাকবে।