SBI, PNB নাকি ব্যাঙ্ক অফ বরোদা- কোথায় FD-তে সুদের হার বেশি ?



১ জুলাই থেকে বদলেছে বেশ কিছু ব্যাঙ্কের FD-তে সুদের হার।



সাধারণ মানুষের থেকে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পান।



৩ কোটির কম আমানতে দেখুন কোন ব্যাঙ্কে মিলছে বেশি সুদ।



৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে SBI-তে সুদের হার ৪-৭.৫০ শতাংশ।



একই মেয়াদে PNB-তে সুদ পাবেন ৪-৭.৭৫ শতাংশ।



আর ব্যাঙ্ক অফ বরোদায় সর্বোচ্চ সুদের হার ৭.৬৫ শতাংশ।



৫ থেকে ১০ বছরের মেয়াদে মিলছে বেশি সুদ।



সবথেকে বেশি সুদের হার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে।



এই ব্যাঙ্কে ৪০০ দিনের মেয়াদে সুদের হার ৮.০৫ শতাংশ।