মেয়ের আর্থিক ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি নিতে না চাইলে এই স্কিমে টাকা ঢাললে পাবেন নিশ্চিত ভাল রিটার্ন ।



সরকারি স্কিম হওয়ার কারণে সুরক্ষার সঙ্গে সঙ্গে পাবেন ৮.২ শতাংশ রিটার্ন। যা অনেক ব্যাঙ্কও দিতে পারবে না আপনাকে।



সরকার বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে আমানতের উপর 8.2 শতাংশ সুদের হার অফার করছে।



SSY স্কিমের অধীনে, প্রতিটি অ্যাকাউন্টধারী বার্ষিক ভিত্তিতে 250 টাকা থেকে 1.50 লক্ষ টাকা বিনিয়োগ করার সুযোগ পান।



এই স্কিমে কন্য়াশিশুর বয়স 15 বছর না হওয়া পর্যন্ত বিনিয়োগ করতে হবে। এর পরে, 21 বছর বয়স পর্যন্ত টাকাটি তোলা যায় না।



15 বছর বয়সের মধ্যে অ্যাকাউন্টে জমা করা মোট পরিমাণ হবে 15 লক্ষ টাকা।



SSY ক্যালকুলেটর অনুসারে, যখন মেয়েটির বয়স 21 হবে, তখন সে মোট 46,18,385 টাকা পাবে।



এতে 15 লক্ষ টাকা বিনিয়োগ করা হবে এবং 31,18,385 টাকা সুদ হিসাবে পাওয়া যাবে।



এই স্কিমে বিনিয়োগ করলে আপনি আয়করের ধারা 80C-এর অধীনে 1.50 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন।



এর সঙ্গে অ্যাকাউন্ট হোল্ডাররা মেয়াদপূর্তিতে প্রাপ্ত পরিমাণও সম্পূর্ণ করমুক্ত। এই স্কিমটি 2015 সালে কেন্দ্রীয় সরকার শুরু করেছিল।


Thanks for Reading. UP NEXT

প্যান কার্ড ছাড়া ITR জমা করা যায় ?

View next story