FD-তে ৮.৪ শতাংশ সুদ দিচ্ছে এই NBFC, আমানত আছে ?

Published by: ABP Ananda
Image Source: Getty

রেপো রেট কমার পরে বহু ব্যাঙ্কেই এফডিতে কমিয়েছে সুদের হার।

Image Source: Getty

কিন্তু এই নন ব্যাঙ্কিং ফিনান্স সংস্থায় এখনও দিচ্ছে ৮.৪ শতাংশ সুদ।



২ মে ২০২৫ থেকে কার্যকর হবে এই সুদের হার।

Image Source: Getty

১ থেকে ৫ বছরের মেয়াদে ১০ কোটির কম আমানতের জন্য এই সুদের হার প্রযোজ্য হবে।



সংস্থার নাম শ্রীরাম ফিনান্স লিমিটেড।

Image Source: Getty

এই সংস্থায় এফডি করালে ৩৬-৬০ মাসের মেয়াদে পাবেন সর্বোচ্চ ৮.৪০ শতাংশ সুদ।

Image Source: Getty

মহিলাদের আমানতে মিলবে ০.১০ শতাংশ বেশি সুদ।