ABP Ananda


কন্যাসন্তানের কথা ভেবে এই প্রকল্প চালু করেছে সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় কত টাকা রাখলে আপনার মেয়ে হবে কোটিপতি ?


ABP Ananda


লেখাপড়ার জন্য ব্যয় ছাড়াও মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকেন অভিভাবকরা।


ABP Ananda


এই কারণে বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করেন অভিভাবকরা।


ABP Ananda


আপনার পরিবারে যদি একটি মেয়েও থাকে, তাহলে কন্যা সন্তানের জন্য এই স্কিমে ইনভেস্ট করতে পারেন।


ABP Ananda


এই স্কিমের মাধ্যমে আপনার মেয়েও হতে পারে কোটিপতি। সেই ক্ষেত্রে মাসে কত রাখতে হবে ?


ABP Ananda


সুকন্যা অ্যাকাউন্টে মাসে 12500 টাকা জমা করলে আপনার মেয়ে 21 বছর বয়সে 80 লাখ পাবে


ABP Ananda


এ ছাড়া এই বিনিয়োগে আপনাকে কোনও আয়কর দিতে হবে না।


ABP Ananda


১০ বছর থেকে মাসে ১২,৫০০ টাকা দিলে বছরে হবে দেড়ে লাখ টাকা। যাতে যোগ হবে ৮.২ শতাংশের সুদ


ABP Ananda


এই স্কিমে বিনিয়োগ করে আপনি মেয়াদপূর্তির তারিখ পর্যন্ত 46,77,578 টাকা রিটার্ন পাবেন।



এর সঙ্গে মূল ও সুদের পরিমাণ যোগ করেন, তাহলে আপনি প্রায় 70 লাখ টাকা রিটার্ন পাবেন।



আপনার বেতন বার্ষিক 15 লাখ টাকার বেশি হয়, তাহলে আপনি প্রায় 45 হাজার টাকার ট্যাক্স ছাড় পাবেন



এই অনুসারেআপনার কর সাশ্রয় হবে 9 লক্ষ টাকা। যা স্কিমের মোট পরিমাণে যোগ করলে 80 লক্ষ টাকার কাছাকাছি হবে।



এরপরে সরকারি স্কিমে 80 লক্ষ টাকা রেখে সুদ যোগ করে কয়েক বছরেই কোটি টাকা উপার্জন করা যাবে।