অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্তের হাত ধরে ফের পর্দায় ফিরছে সত্যান্বেষী।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' (‘Bishupal Bodh’) গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ব্যোমকেশ বক্সীর নতুন ছবি।

মুখ্যভূমিকায় অর্থাৎ পর্দায় ব্য়োমকেশ হিসেবে থাকছেন আবীর চট্টোপাধ্যায়

সত্যবতীর ভূমিকায় আগের সব সিরিজের মতোই থাকছেন সোহিনী সরকার।

'বিশুপাল বধ'-এর অবলম্বনে এই ছবি তৈরি হবে তা সিদ্ধান্ত হলেও এখনও পাকা হয়নি ছবির নাম। এটি অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী।

১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে।

ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প।

ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ। এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'।

মে মাস থেকে শুরু হবে ব্যোমকেশের নতুন ছবির শ্যুটিং।

বদল এসেছে অজিতের অভিনেতায়। এই ছবিতে অজিতের ভূমিকায় দেখা যাবে সুহত্র মুখোপাধ্যায়কে।