চলতি বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালে রয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আজ কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্দেশে রওনা দিলেন ঐশ্বর্য্য রাই বচ্চনও। রেড কার্পেটে হাঁটতে চলেছেন অভিষেক বচ্চনও। এছাড়া এবারের চলচ্চিত্র উৎসবে হাজির থাকছেন হিনা খান ও হেলি শাহ। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা এবারের কান চলচ্চিত্র উৎসবে থাকছেন। এবারে ভারত থেকে কানে যাচ্ছেন পূজা হেগড়ে। কান চলচ্চিত্র উৎসবে দেখা যাবে অভিনেত্রী অদিতি রাও হায়দারিকে। ৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে হাঁটবেন তামান্না ভাটিয়া। হেলি, পূজা, নয়নতারা, তামান্না ও অদিতি এই বছর প্রথম হাঁটবেন কানের রেড কার্পেটে। ১১ দিন ব্যাপী এই অনুষ্ঠান ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে।