ভারতীয় অটোমোবাইল বাজারে দেশের সঙ্গে সঙ্গে এখন বেড়ে চলেছে বিদেশি গাড়ির চাহিদা।

এই ক্ষেত্রে এমন কিছু গাড়ি রয়েছে, যেগুলি ভারতের বাইরে তৈরি হয়। যা বাইরে থেকে আনতে কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয় আমদানিকারককে।

সেই ক্ষেত্রে 'কমপ্লিটলি বিল্ট ইউনিট' (CBU) কথাটি বার বার শুনতে হবে আপনাকে। জেনে নিন, কীভাবে বিদেশ থেকে গাড়ি আনতে পারবেন আপনি।

সরকার বিদেশ থেকে গাড়ির অর্ডার দেওয়ার জন্য গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের ট্যাক্স নেয়।

Lamborghini, Ferrari, Rolls Royce, Bentley, Ducati, MV Agusta-র মতো বিখ্যাত বিদেশি কোম্পানির গাড়ি প্রায়ই দেশের রাস্তায় দেখা যায়।

এসব গাড়ি সিবিইউর মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা হয়। এই ধরনের গাড়ির মালিক হতে চাইলে আপনাকে ট্যাক্স আকারে বিশাল অঙ্ক দিতে হবে।

দেশে সরকার ৪০,০০০ ডলার বা প্রায় ৩০ লক্ষ টাকার আমদানি করা গাড়ির উপর ১০০ শতাংশ ট্যাক্স নেয়।

এর নিচে গাড়ির দাম হলে গাড়িরওপর সরকার ৬০ শতাংশ কর নেয়।

এর সঙ্গে বিলাসবহুল গাড়ির উপর ৫০ শতাংশ পর্যন্ত GST হিসাবে কর দিতে হয়।

বাকি বিদেশ থেকে গাড়ি আমদানির জন্য ১৫ শতাংশ লাগে রেজিস্ট্রেশন বাবদ টাকা।