ঢাকঢোল পিটিয়ে হয়েছিল বিয়ে, কয়েক বছরের মধ্যেই বিষাদ টেলি অভিনেত্রী চারু অসোপা সেন বিচ্ছেদের আবেদন জানিয়েছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন তাঁকে অবহেলা করেন বলে অভিযোগ যদিও চারু আগের বিয়ে লুকিয়েছিলেন বলে অভিযোগ রাজীবের সেই নিয়ে তিক্ততা চরমে, ছোট্ট মেয়েকে নিয়েও টানাপোড়েন রাজীব মেয়ের ছবি পোস্ট করতে দেন না, অভিযোগ চারুর তার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট চারুর, লাল লিপস্টিকে উজ্জ্বল চারু তাতে তিনি লেখেন, 'হাসতে থাকুন, কারণ খুঁজতে দিন' রাজীবের থেকে বিচ্ছেদ চাইলেও, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভাল সম্প্রতি রাজীবের বাবা দেখাও করেন চারু এবং নাতনির সঙ্গে