ক্রিসমাসের দিনে জনজোয়ার ওমিক্রন আক্রান্তের ভয় তুচ্ছ করেই উৎসব ধর্মতলা থেকে পার্কস্ট্রিট, এসপ্ল্যানেডে জনসমারোহ উৎসবের আনন্দে ভাঙল সব বিধিই মাস্ক থেকে সামাজিক দূরত্ব, ভাঙল সবটাই উৎসব শেষে ফের কি বাড়বে করোনা? ভিক্টোরিয়া, ময়দানে ভিড় যেন দুর্গাপুজোর ভিড় ক্রিসমাসের দিনে জনজোয়ার শহরে পার্ক স্ট্রিটে বিপুল জনস্রোতে বন্ধ করা হয়েছিল যান চলাচল ভিড় সামলাতে নাজেহাল হতে হয় পুলিশকে বড়দিনে এটাই প্রার্থনা- বজায় থাক উৎসব, প্রাণের আনন্দ হোক কোভিড-মুক্ত এক বিশ্ব, সুস্থ হোক আগামী