মরসুমের প্রথম তুষারপাত দার্জিলিংয়ের সন্দাকফুতে বড়দিনের উপহার শ্বেতশুভ্র সাদা বরফে ঢাকল চারিদিক সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক নৈসর্গিক শুভ্রতায় ঢাকা পড়ে আনন্দে মাতোয়ারা আট থেকে আশি খুশি সকলেই পালুট এলাকাতে মূলত বরফপাত তুষারপাত টাইগার হিলেও সাক্ষী হলেন পর্যটকরা শিলাবৃষ্টি চটকপুরে সঙ্গে ঝোড়ো হাওয়া কনকনে ঠান্ডা পাহাড় বড়দিনে বাড়তি খুশি সকলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী জাঁকিয়ে শীতের অপেক্ষা আরও কয়েকদিন