শুক্রবার মুম্বইয়ে মহা সমারোহে হয়ে গেল রোহিত শেট্টির আগামী ছবি 'সার্কাস'-এর ট্রেলার লঞ্চ। ষাটের দশকের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও অজয় দেবগণকে। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহ। দুই নায়িকার চরিত্রে দেখা মিলবে জ্যাকলিন ফার্নান্ডেজ ও পূজা হেগড়েকে। এছাড়া ছবিতে রয়েছেন বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব, সঞ্জয় মিশ্র, টিকু তালসানিয়া, ব্রজেশ হিরজি, অশ্বিনী কালসেকরের মতো অভিনেতারা। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছবির গোটা টিম সেজেছিলেন লাল পোশাকে। রোহিত শেট্টির সঙ্গে গ্রুপ ছবিতে মজার মুডে দেখা গেল সকলকে। ছবিতে রণবীর সিংহের দুই যমজ ভাইয়ের একজনের প্রেমিকার চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। অন্যজনের প্রেমিকা জ্যাকলিন। এদিনের অনুষ্ঠানে জ্যাকলিন ও পূজা দুই জনেই সেজেছিলেন লাল শাড়িতে। বড়দিনের মরসুমে আগামী ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। 'সিম্বা' ছবির পর ফের একবার রোহিত শেট্টির পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে রণবীরকে।