ছবির নাম 'ফ্রেডি'

ওটিটি প্ল্যাটফর্ম 'ডিজনি প্লাস হটস্টার'-এ মুক্তি পেয়েছে ছবিটি।

শিড়দাঁড়া দিয়ে শীতল স্রোত বইয়ে দেওয়া এক চরিত্রে কার্তিক।

এমন চরিত্রে কার্তিককে আগে কখনও দেখা যায়নি।

ফ্রেডি, একজন ডেন্টিস্টের গল্প, যাকে মেয়েরা এক্কেবারে পছন্দ করে না।

ডাক্তারবাবু মেয়েদের সঙ্গে কথা বলতেও ভয় পান।

তারপর সে একটি মেয়েকে দেখে ও পছন্দ করতে শুরু করে।

র গল্পটি এগিয়ে যায় কিছু অভাবনীয় ট্যুইস্টের মধ্যে দিয়ে।

এমনকিছু ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না।

বাকি গল্প জানতে নজর রাখুন ওটিটি প্ল্যাটফর্মে।